কত দেখেছি বংশ গৌরব অহংকার
আরো দেখেছি সন্তান ছেলে-মেয়ে
বিভেদ। ছেলে সৌভাগ্যবানের প্রতীক
মেয়ে পরিবারের বোঝা বংশ রক্ষা
হবেনা। তাতে দুটি বিভেদ নারী-
পুরুষ। সভ্যতা দুটি অংশে বিভক্ত
মানুষ মূল্যবোধ হারিয়েছে বৈষম্য প্রকাশে।
কোথাও শুনেছি নারীর সমান অধিকার
স্বামী, পিতা, ভাইয়ের দয়ায় বেঁচে
থাকা। আত্ম পরিচয় গলাটিপে হত্যা
করে সভ্যতা অসভ্যতায় বিনষ্ট। নারী
তুমি কার? পরিবার, সমাজ, মাতা
হয়ে উচ্চে বেঁচে থাকার আগ্রহে
পরিচয় গোপন রাখায়। নাকি তসলিমা
নাসরিন সৃষ্টি করায়। আমাদের দুটি
জিনিসে নজরে আনতে হবে। কোরআন
ব্যাখ্যায় শুদ্ধিতা আনয়ন, পরিবার, সমাজে
দৃষ্টিপাতের পরিবর্তন। বংশ পরিক্রমায় নারীর
যেমন অধিকার আছে ঠিক পুরুষের
শিক্ষা দিয়েছেন মানব কল্যাণে মুহাম্মদ।
সভ্যতা সৃষ্টিতে, পরিবার সৃষ্টিতে শুধু
মানব কল্পনা করে নারীকে সম্মানে
ভূষিত করাই হবেই শ্রেয়। যদি
আমরা সুন্দর আগামী দেখতে চাই।