মানুষগুলো বদলে যায়-অর্থহীন কাণ্ডগুলো সেখানে
নতুন জীবিকা নির্বাচন করার প্রয়াসে ব্যস্থ সময়
পার করে; এমন দিনে কথাগুলো মুছে যায় জীবন থেকে,
নিঃশ্বাস বালুচরে ব্যথা নিয়ে বসে থাকে। কেমন কথা
জানি না এ অবাধ বিচরণের ক্ষমতা-শুরু হয় দিন,
সময়ের নিয়মাবর্তীতা প্রহসন চোখে বারে বারে আসে।


বিভক্ত হৃদয়, ব্যাঙ_এর আত্মচিৎকার-ঘুম থেকে
জেগে উঠায়; কান্না স্থায়ী হবার নেশায় শরীরে মদ
ঢেলে স্নান করতে চায়। অগত্যা গান মেশিন থেকে বেড়
হয়ে আসতে চায় গোলাপ মিশ্রিত সুগন্ধি গুলির বেগ,
ককটেল, গ্রেনেড অনেক আগে সমাপ্তি ঘোষণা করেছে
প্রয়াত চলে গিয়ে নতুন আবির্ভাব পিপাসা খুঁড়ছে দেহ।
কত আর রোগগুলো আসবে
হৃদয় প্রান্তরে হা-হাসবে।
অজানা ভয় মনে বাঁধে বাসা
তার মাঝে পুড়ে যাচ্ছে আশা।
তারপর, শরীর বিক্ষত
মগজ নিত্য হয় হতাহত।