যত আসুক ক্ষেপনাস্ত্র কিংবা বোমার আঘাত
মুখ দিয়ে বেরিয়ে আসবে মা মাগো আমার ৷
তোমার আঁচল ছাড়া আমি কী মরিতে পারি ৷
আমি খাঁটি বাঙ্গালি বাংলাদেশী ৷
যত দেশেই যাই, যত তাকে ভালবাসি
মা গো তোমার মত কেবা হতে পারে আরো ৷
তোমাকে পেয়েছি অনেক সাধনায়
কেউ কেউ বলে তোমাকে পেয়েছি
ভিক্ষা আর দানে ৷
কী নিষ্ঠুর অপবাদ, শুনেছি কানে ৷
তাহলে ঐ নদীর ধারে বীরাঙ্গনা কেন কাঁদে
নদী ভরে যায় চোখের জলে ৷
সন্তানহারা মায়েরা কেন বিলাপ করে -
"বাবা তুই কোথায় গেলি ফিরে আয় কোলে"
এখনো কেন মা হারা পিতা হারা সন্তানের
বুক ফেটে যায় নিঃস্বঙ্গতায় ৷
কেউ কেউ বসে আছে কাটা পাঁ নিয়ে
হুইল চেয়ারে ৷
কার দানে কার কারণে এ আত্মত্যাগ বুঝে
নিতে পারে নি অনেকে ৷
ইতিহাসে লক্ষ বাংলাদেশী মানুষের
মায়ের জন্য বলিদান, পাওয়া যাবে না কোন দেশ
কিংবা বিশ্বের কোন কাগজে ৷
বাঙ্গালি বাংলাদেশী সত্তায় মা কে ভালবাসি
ভালবাসবো অনন্তকাল ধরে ৷