পাখিদের কাছে মানুষ নামের পাখা থাকে
তবে মানুষের কাছে কেন নয় ।
পাখিরা বুঝে অবুঝ প্রাণিদের বাস
তবে মানুষের কাছে কেন নয় ।
পাখিরা ঘুড়ায় উদ্যেম ঘুরি আকাশ ঘুড়ে
তবে মানুষের কাছে কেন নয় ।
পাখিরা প্রিয় হতে শিষ বাজায় নিত্য ভোরে
তবে মানুষের কাছে কেন নয় ।
পাখিদের ছোট ঘর থাকে কখনো ঝড়ে পরে না
তবে মানুষের কাছে কেন ভেঙ্গে যায় ।
পাখিরা দল পাখি নিয়ে উড়ে বেড়ায় মেঘে মেঘে
তবে মানুষেরা কেন সাদা মেঘ ফেলে যায় ।
পাখিদের ঠোঁটে প্রেম থাকে
তবে মানুষের কাছে কেন নয় ।
পাখিরা দেখে ঝড়ে ভিজে দেহ শুকাতে হয়
তবে মানুষেরা কেন ঝড়ে ভিজে যায় ।
পাখিদের অতীত বর্তমান ভবিষ্যত রূপে একটি হয়
তবে মানুষের কাছে কেন নয় ।
পাখিদের সকাল দুপুর হয়ে সন্ধ্যা হয়, তবু নয়
তবে মানুষের কাছে কেন সন্ধ্যা শুরু নয় ।
তবে মানুষের কাছে কেন নয়
তবে মানুষের কাছে কেন নয়
কেন নয়
কেন নয়
কেন নয় ।
এক ঘোলাটে অন্ধকারে পাখি হতে মন চায় না মানুষ
তবে সব কিছু তোমাদের কেন নয় ।