আমার প্রথম পরিচয়ে, পড়ে আছি হতাশার দ্বারে ।
তিমির আঁধার, চারিদিকে আমার,দূর করিব কেমন করে ?
আমি ভূলে গেছি পথ, হাসিছে জগত।
আমার ছল ছল চোখ, অসহায় প্রকাশে।
কে আছো, সুধাসাগরতীরে ?
আমার টানিয়া লও তোমার স্নেহনীরে ।



আমি দিনেতে ঘুমায়, রাতে ঘুমের ত্রুটি ।
আমার কাজ নাই তবু; পাইনা কোন ছুটি,
হতাশা যেন ধরেছে চেপে মোর টুটি ।
জানি না হায়  কপালে কি জুটে,
চলেছি বাঁচিবার রূটে।
কিন্তু হায় একি হইল শেষে,
আমি কি ছুটেছি মরিচীকা পিছে?
কেটেছে কি সমস্ত প্রহর মিছে?
আমি কি পাবো না খুঁজে শান্তি কোথায় বিশ্বভূবনমাঝে?



আশার পাল তুলে, চলেছি নিরুদ্দেশে ।
মরনসাগরতীরে, ভয়কে রুদ্র করে,
জ্বালাবোই প্রদীপ, ঘন অন্ধকারে ।
ফিরবোই এবার আপন দেশে, চলার পথের শেষে ।
মরনকে পর করেছি, লজ্জাকে দূর করেছি,
পুড়িয়ে ছাই করেছি ভয়,
তবুও; আমার জীবন শূন্যময়,
জয় হতাশার জয় ।