আমি বসে আছি বট বৃক্ষতলে,
সূর্যদেব ধীরে ধীরে দিতেছে ডুব সাগরের জলে।
আসিতেছে নেমে আঁধার সাগর পৃথিবীর পরে।
একটু পরে জ্বলিবে তারকা মিটি মিটি করে।


আমি ভাবিতেছি মনে,
কলহময় পৃথিবী হইবে নিরব গভীর ঘুমে।
নিভু নিভু নক্ষত্রের আলোয়, আঁকাবাঁকা পথে,
চলে যাবো আমি স্বপ্নের ঘরে।
মনে হবে চলে এসেছি ভুলে,
কোন বাঁশবনে জোনাকির ভীড়ে।
নাচিবে স্বপ্ন মাতাল উল্লাসে,
আমিও নাচিবো তার সাথে।


ভুলে যাবো আমি পৃথিবীর পরে,
বসে আছি এক বট বৃক্ষতলে।
আমি ভুলে যাবো সব,
স্বপ্ন নামের ক্ষনিক মরনে।
থাকবে না কোন দুঃখ ব্যাথা,
লাগবে না কোন শীতের কাঁথা।
পৃথিবীর পরে শুধু দেহ রবে পড়ে।
যখন স্বপ্ন যাবে ঝরে,
আবার জীবন পাবো ফিরে।


এভাবে মানুষ বারবার মরে,
স্বপনে মরে,মরে কল্পনায়।
ক্ষণিকের মরনে মানুষ স্বর্গ দেখে,
একটু সুখের বাসনায়।


আমিও মরে গেছি ক্ষণিকের মরনে,
হারিয়ে গেছি আমি কল্পনায়।
যখন কল্পনা ভাঙ্গিবে বিষ্ময়,
তখনই বুঝিবো, ক্ষণিকের মরন দীর্ঘশ্বাসময়।