বড় ক্লান্ত আমি আজ,
বসে আছি পৃথিবী নামক কারাগারে,
সেঁজে কয়েদির সাঁজ।
শান্তনার ভাষা নেই,
আঁধারের বুকে জ্বলা,
মোমের আলোর দিকে চেয়ে,
অনেক আশা নিয়ে, ভোরের আলোর জন্যে,
হাত বাড়িয়েছি সূর্যের দিকে।
হাত বাড়িয়েছি আমি,
আমার ভাবনা মনের অতি সহজ ভাষার খোঁজে।


অসহায় হাত ভেবে, অট্ট হাসি হেসে,
সূর্যও আজি মাতাল হয়ে আছে পড়ে,
মুখ রেখে মদের গেলাসে।
কেহ বুঝলো না আমায়,
সুর্যও শুনলো না আমার আকুতি-মিনতি,
তাইতো যাচ্ছি মিশে, সবুজ ঘাসে,
আমি এক দক্ষ প্রেমের প্রজাপতি।