তুমি কিশোরী,
হয়নি এখনও তোমার যৌবণের ধার।
তাইতো পারো না বুঝিতে,
প্রেম কি, ভালোবাসতে হবে কার।


অযথা, বসি রাত্রি জাগি,
গেঁথেছো প্রেমের হার।
পারো নাই বুঝিতে,এই মালা পরাবে গলে কার,
দ্বিধা দ্বন্দ্বে তাই করিছো সময় পার ।


অনেক ধৈর্য ধরে,
অনেক পথ ঘুরে।
তোমার মালা পরাও গলে এমন একজনার,
যেন মালা দোলে, যেন শোভা পাই,
যেন সে মালার নিতে পারে ভার ।