আমি এসেছি তোমার জীবনে,
পুরাতন আসবাব যেমন ধুলার আস্তরে ঢেকে যায়,
ঠিক তেমনি তোমার মনের আসবাব,
প্রেম ভালোবাসা নামক স্মৃতির আস্তরে ঢেকে দিতে।
আমি এসেছি, কোন এক বিমর্ষ সন্ধ্যায় তোমার সঙ্গ দিতে,
যেন কোন পথে হাঁটবে তুমি, না হয় ভাবতে।
আমি এসেছি তোমার ভাবনার আগে,
ভালোবাসার খোজ নিয়ে, থিতু করার আশায় গন্তব্যের পথ দেখাতে।
আমি এসেছি দেখিয়ে দিতে তোমার সামনের অসংখ্য পথের মাঝে কোন পথে থেমে কার বুকে মুখ লুকাবে।
আমি এসেছি চিনিয়ে দিতে কোন বৃষ্টিতে তুমি ভিজবে।
আমি এসেছি বুঝিয়ে দিতে তুমি জোসনায় স্নান করে কেমনে সুখ পাবে।
আমি এসেছি শিখিয়ে দিতে সুখের সময় কেমন করে হেসে উঠবে ।
আমি এসেছি তোমার প্রতিটা কবিতার স্বপ্নভঙ্গের রক্ত মুছে দিতে।
আমি এসেছি তোমার প্রতিটা গানের বিরহ সুর ভুলিয়ে দিতে।
সত্যি বলছি আমি এসেছি তোমার মনের আসবাবে স্মৃতির ধুলা হয়ে চিরকাল থাকতে।