আরে বোকা প্রেম ভালো নয়,
প্রেম নিতে নাই।
প্রেম কিটে অন্তর কুরে কুরে খাই,
আবেগী মায়ায় ছুড়ে দেয় বিরহ মেলায়।


কেন তুমি দেখোনি?
আমাদের প্রেম ঝগড়া অহরহ,
বাতাসে দোলে সম্পর্ক নড়বড়।


আরে শোনো প্রেম যদি রাখো পাহাড়ে,
থাকবে না পাহাড় বাতাসে যাবে উড়ে।
বুঝতে হবে প্রেম এ ধরার নারে,
সে থাকে দুর হতে দুরে আকাশের ওপারে।


কেন জানো না?
প্রেম নামিলে ধরাই ধরাও নড়ে ওঠে,
মায়াবী রুপে ভোলে সব,
মায়ার আঘাতে মন ধুলাই লোটে।