অনেক ব্যথার বাঁধা পড়ে আছে
আমার হৃদয় গহন মাঝে।
ব্যস্ত রবির অল্প আলোয়
ব্যথা জাগে সকাল সাঁঝে।
সাঁঝ বেলাকার কাজ ফেলে
আসি তোমার আঙিনায়।
ব্যস্ত তুমি ওহে প্রিয়
তোমার আপন কুলায়।
আমার ব্যথাতুর পরাণে
জাগল প্রণয় ধুম।
জাগল জোয়ার তনুর মাঝে
জাগল নেশা দিতে তোমায় চুম।
হয়নি বাঁধা পরাণটারে
তোমার পরাণের সাথে।
তাই বুঝি আজ কাছে যেতে
পরাণটা মোর বাধে।
আর কতকাল থাকবে দুরে
করবে মোরে ঘীণ?
কেমন করে তোমায় ছেড়ে
কাটাই মোর নিশি দিন।
আসবে কাছে বাসবে ভালো
জ্বালবে আলো কালো চোখে।
শত আশা বাঁধব বাসা
পুলক জাগে চোখে মুখে।


রচনাকাল :১৪২৩ বঙাব্দ
পাথারিয়া,দিরাই,সুনামগঞ্জ।