চরণ আমার উঠল আজি কেঁপে
(রনি ই রানী)



চরণ আমার উঠল আজি কেঁপে
মরণ বুঝি করছে স্মরণ আমায় চুপেচুপে।
না না না তা কেন আরো আছে কাজ বাকি?
সাম্যবাদের স্বপন আমায় করছে ডাকাডাকি।
মরণ তোমায় করি বারণ আসিও আরোও ধীরে
সর্বহারার গৌরব আমার দিতে হবে ফিরে।
আমি জানিনা কেমনে চালায় অসি
তাই ওদের তরে নিরালায় বসি হাতে নিয়েছি মসি।
আমি আমরণ সুর সৈনিক করি তাথৈ তাথৈ গান
আমি হল্লা হয়ে মহল্লা ঘুরি পু্ঁজিপতির পরাণে চালাই সাম্যের বাণ।
আমি ব্যথাতুর থেকে ক্ষ্যাপাতুর হয়ে চরণ দিয়ে করি সব চুর।
আমি চরণ দিয়ে মরণ ঠেকাই চলি অচিন পুর।
আমি নিত্য চঞ্চল
ঝাঁপটে ধরি পুঁজিপতির অঞ্চল।
আয় দূর্বল, আয় সদলবলে
রচিব মোরা সাম্যের গাথা নশ্বর ধরাতলে।


রচনাকাল :৮ পৌষ ১৪২৩ বঙাব্দ
রাত:১০:০০ ঘটিকা।