আল্পনার আগমনে
(রনি ই রানী)



তব দ্বারে এসেছে আল্পনা
মুছে দিতে সবার অসার কল্পনা।
জাগে অপার শান্তির পুলক পরাণে
অধুনা এ ধরায় আল্পনার আগমনে।
জাগো হে নওজুয়ান হওরে তেজীয়ান
মসি হাতে পৃথিবীতে চালাও অভিযান।
আল্পনা নয় হে কল্পনা এসেছে শান্তির শান্ত বাণী লয়ে
মুছে দিবে গ্লানি রচিবে নব কাহিনী চলিবে সমাজে অভয়ে।
এসো আল্পনার কল্পনায় এসো গড়ি মোদের এ ধরা
এসো মুছে দেই পীড়তের,অত্যাচারিতের অনন্ত ক্রন্দন ধারা।
এসো শান্তি, শান্ত,উদার পরাণে
এসো আল্পনার এ উদাত্ত আহবানে।
এসেছে আল্পনা আজি মুছে দিতে কালের অসার কলরব
হও হঁশিয়ার মসি হাতে এসেছে নব ধুমকেতু সব।
এসেছে আল্পনা তব দ্বারে ফিরিয়ে দিতে অতীত গৌরব
এসো গো নবীন, প্রবীণ পাবে তাতে কাননের কুসুম সম সৌরভ।
আল্পনার কল্পনা নিয়ে এসেছে তোমাদের চিরচেনা আল আমিন
পলে পলে পুলক নিতে এসো গো নবীন, প্রবীণ।


রচনাকাল :২০ পৌষ ১৪২৩ বঙাব্দ
সকাল:৭:০০ ঘটিকা।
পটভূমি :উপন্যাসিক আল আমিন ভাইয়ের মাসিক পত্রিকা "আল্পনাকে" স্বাগতম জানিয়ে লেখা এ কবিতা।