আরতি
রনি ই রানী


তোমারে পুঁজিব
সে সাধ্য কী আছে মোর?
নয়নপ্রাতে পূত শীকর লয়ে,
নিশি হয় যে  ভোর।
সকরুণ আঁখি করুনা পেতে
নিতি নিশি জাগে।
দিবস, নিশি কান্না,হাসি
সবই তোমার অনুরাগে।
অনুরাগের অশ্রু দিয়ে
করি করুন আরতি।
কর গো করুনা একটুখানি
বদলে দাও ভগ্ন নিয়তি।
শূণ্য হৃদয় কর হে পূ্র্ণ
পূত পুণ্য দিয়ে।
তোমার প্রীতির অনুরাগে
অশ্রু পড়ুক চুঁইয়ে।


রচনাকাল :২৯ মাঘ ১৪২৩ বঙান্দ
দত্ত গ্রাম মাধ্যমিক বিদ্যালয়।
দুপুর ১২;০০ ঘটিকা।