এসো  মানবতা করি বেগবান
(রনি ই রানী)


বন্ধন,মৈত্রী থাক দিবা রাত্রি
যায়না যেন কখনও খুলে।
মানবতার আঁধার ঘুচে যাক
চেতনার জোয়ার উঠুক দুলে।
এ নিখিল ভুবনে মানবতার বন্ধনে
থেমে যাক কালের অনন্ত ক্রন্দন।
মুক্তি পাক মানবতা ঘরে ঘরে
নাহি দেখিবার চাই নীরব প্রহসন।
এঁটে দাও ঘরে  ঘরে মিলের খিল
খুলে দাও দিলের রুদ্ধ দ্বার।
জনতার জোয়ারে মানবতার কাতারে
এসো এসো করি আপনারে হুঁশিয়ার।
এসো সবে এসো প্রাণ খুলে
পরিচয়হীনে করি পরিচয় দান।
এসো ব্যবধান ভুলে আজি এ ধরাতলে
এসো  মানবতা করি বেগবান।


রচনাকাল :১০ চৈত্র ১৪২৩ বঙাব্দ
রাত:৭:৩০ ঘটিকা।
ফতুল্লা, নারায়ণগঞ্জ।