আমি যুদ্ধ চাই
(রনি ই রানী)


আমি যুদ্ধ চাই
পরিবারে ঘরে ঘরে
জনে জনে যুদ্ধ চাই।
যে যুদ্ধে শুধু শুদ্ধ হবে প্রাণ
যেখানে প্রাণের নাহি হবে অবসান।
আমি যুদ্ধবাজ শান্তির সমরে
নেমেছি তাই, গামছা বেঁধে কোমড়ে।
আমি অবহেলে নভোতলে করি যুদ্ধের আহবান
যে সমরে অগোচরে হবে অবিধির অবসান।
আগুন জ্বলবে পুড়বেনা কোন প্রাণ
অবেলায় অবেহলায় কেহ করবেনা দেহদান।
আমি মহাকাল ধরেই যুদ্ধ পিয়াসী
আমি স্বর্গ মর্ত্য কাঁপাই যুদ্ধ ভালোবাসি।
রংতুলিতে যুদ্ধের আঁচড় আমি দেখতে চাই
যুদ্ধের তরে গলাগলি ধরি আলোর ধরাকে
বাঁচাতে চাই।
যুদ্ধ নেশা একপেশে পেশা বানাতে চাহি
আমি অমর সমরে ধরার বুকে সাম্যের গান গাহি।
চঞ্চল চিত্ত গীতি আর নৃত্য
আমি ভাই তাই চাই করি যাহা নিত্য।
আলোক আকাশ জুড়ে পৃথিবীর পথে পথে
জনে জনে মহারণের ডঙ্কা বাজুক হাতে হাতে।
পলকে ভূলোক দ্যূলোক গোলোক ভেদিয়া
যুদ্ধ যুদ্ধ খেলায় উঠুক সব কাঁপিয়া।
নিভে যাক নিভে যাক দোযখ হাবিয়া
শান্তির শান্ত এ সমর হেরিয়া।
আমি ঈষাণ বিষাণে হুংকার না দিয়ে
দূর্বার,দুরন্ত, দরি, গিরী,পর্বতে নাহি পরি নুইয়ে
আমার উল্কার গতি গতিহীনরে দিয়ে যাই
যুদ্ধ আমার আকুল আরতি যুদ্ধে শান্তি পাই।
যেজন মোর যুদ্ধের মানে খোঁজে
সেই জন মোর প্রেম পিয়াসী
মোর মনটা সেজন বোঝে।
এ যুদ্ধ আমার অনন্ত জীবনের কল্যাণ
আমি ধরনীর বুকে ঘুচাতে চির অকল্যাণ।
আমি অকল্যাণ ঢেকে কল্যাণের তরে
যুগে যুগে আসি মহাকাল ধরে।
আমার এ আলোর স্মরণী ধরে আয় রে আয়
যুদ্ধ দিয়ে শুদ্ধ করব সব  অনন্ত শয়তান লুটাব মোদের পায়।
এ যুদ্ধ আমার শোষিত, বঞ্চিত পথবাসির
সকলের তরে যুদ্ধ আমার ধরনীর শত ধনীর।
আয় রে আমার কঁচিকাচা, আবাল, বৃদ্ধ বনিতা
যুদ্ধ যুদ্ধ করি খেলা যুদ্ধ করে ঘুচাতে হবে সকল পঙ্কিলতা।
এ যুদ্ধে সবার সুপ্ত পশুত্ব হবে বলিদান
ধরনীর বুকে মানুষ গাইবে মানুষ মহীয়ান।
খেয়োনা ঘুষ,করোনা প্রঞ্চনা,মানুষকে দিয়োনা গালি
পাপের আগুন নিভাও তোমার নয়নের জল ঢালি।
ঐ বাজে দিকে দিকে বেদনার ধ্বনি
পাপের অভিশাপে বেড়েছে আত্মার গ্লানি।
ঐ দেখ স্বামীহীন দুঃখী অন্তহীনা
তোমরা সবে মিলে করিলে যারে ঘৃণা
দিনে দিনে গুণে গুণে দিলে অপবাদ
কেমনে পাইবে বল তবে ঈশ্বরের আর্শিবাদ।
তবে এসো আবারও করি সেই যুদ্ধ
আপনারে পরের তরে করি বিশুদ্ধ।
খুঁজে লও ধরায় অমৃত সুধার সিন্ধু
জেনে রেখ পবিত্র আত্মা আপনার সতত বন্ধু।
তুমি কী  জ্ঞান বর্জিত,বিবেক বর্জিত আত্ম জিজ্ঞাসা বর্জিত চিন্তাশূন্য পশু
তবে তুমি মানব বেশে দানব সম পশুর চেয়েও নিচু।
আত্মার আরতি শুনলিনা তুই করলি কতই পাপ
ধর্মের মর্ম বুঝলিনা বলে ধরায় এলো অভিশাপ।
যুদ্ধ আমার পাপের সাথে
নয়রে পাপের পথে।
এ যুদ্ধ সকল পাপের সাথে
সকলের তরে সকল ন্যায়ের পথে।


রচনাকাল ঃ১৬ /০৫/২০২১ ইং ঢাকা।