কেন হলো জনম ধরায়
(রনি ই রানী)



কিছু নাহি চাহে মোর অভিশপ্ত প্রাণ
সতত ক্ষত বিক্ষত করে অতীত পাপের বাণ।
এভব সংসারে শুধাই আমি কারে
সতত বসবাস মোর পাপের পাহাড়ে।
নিবিড় নিশিতে কাঁদে আকুল যুগল আঁখি
নাহি দিতে পারি আপনার প্রায়শ্চিত্ত   ফাঁকি।
কেন হলো জনম মোর মানব রুপে ধরায়
কেন মরি দিবস রাতি রিপুর তাড়নায়।
যদি আবার জনম লয়ে আসিতাম এভবে
পাপ, পূণ্য বিচার করে চলিতাম তবে।
এ মায়ার বসুধা মোর তরে ধাঁ ধাঁ
জনম থেকে মরণ অবধি পাপ,পূণ্যে বাঁধা।



রচনাকাল :৩০ আষাঢ় ১৪২৪ বঙাব্দ