ভরা এই মাঘের শীতে
একটু যারা পায়না খেতে ।
তুমি কী তাদের নিয়েছো খবর
নাকি মানবতাকে দিয়েছো কবর?


ক্ষুধায় কাটে রাত্রি যাদের
মাথার উপর নেই ছাদ যে তাদের,
নিশির শিশির পড়ে ওদের উপর
তুমি কী তাদের নিয়েছো খবর
নাকি মানবতাকে দিয়েছো কবর?


সবার  তো হয়না সুখের জীবন
মানুষের তরে যদি না কাঁদে এ মন।
পথে ঘুমায় ওরা পথের মানুষ
আশাহীন,বাসাহীন স্বপ্ন ধূসর,
তুমি কী তাদের নিয়েছো খবর
নাকি মানবতাকে দিয়েছো কবর?


সুদের টাকায়,ঘুষের টাকায়
তোমাদের জীবন ঠিক চলে যায়।
যারা পথের মানুষ পথে ঘুমায়
তুমি কী তাদের নিয়েছো খবর
নাকি মানবতাকে দিয়েছো কবর?


রচনাকালঃ ১৬/০১/২০২৩ ইং