মেঘের দেশে
(রনি ই রানী)
মেঘের দেশে যাব হেসে
চড়ে  হাওয়ার স্রোতে।
নীলকাশের হাওয়ায় ভেসে
আসব আবার রাতে।
সাদা মেঘের শুভ্র ডানা
দেখতে ভারি মিষ্টি।
কালো মেঘের কোণায় কোণায়
লুকিয়ে থাকে বৃষ্টি।
মেঘেরঘটায় আলোর ছটা
ছড়িয়ে পড়ে গগন দেশে।
বিজলি জ্বলে বৃষ্টি পড়ে
নানান রকম বেশে।
গনগনে ঐ গগনে ভাই
ভরে ওঠে সঘনে।
সাদা,কালো মেঘের বাড়ি
ভুলি বল কেমনে?
হঠাৎ দেখি মেঘের কোণে
রংধনু সাজায় রং।
গগনতলে নানান ফড়িং
দেখায় ওরা কতই ঢং।


রচনাকাল :১৭ আষাঢ় ১৪২৪ বঙাব্দফতুল্লা, নারায়ণগঞ্জ।