রাস্তার ধারে পুকুর পাড়ে ওদের ছোট্ট ঘর
রাতে চাঁদের আলো ঝরে দিনে দিবাকর।
জোড়া তালি দিয়ে মোড়া ছোট্ট কুটিরখানি
অনিচ্ছায় সেজেছে যেন জীরনোতার রাণী।
সেই ছোট্ট ঘরে বছর ধরে ওদের বসবাস
এই জীবনে নেই তো ওদের কোনো সুখের আশ।
ঝড়, তুফানে এলোমেলো ওদের থাকার ঘর
এক টুকরো নেই কো জমি এই পৃথিবীর পর।
ওরাও মানুষ এই পৃথিবীর তবুও জেনো ভাই
মুখে ওদের শুকনো হাসি অনাহারে তাই।
গাঁয়ের মানুষ ডানে ,বায়ে কষ্ট করে রোজ
সমাজপতি, ধনপতি করো ভুরি ভোজ।
একটুখানি হাত বাড়ালে ওরাও খেতে পারে
তবে কেন দিবস নিশি থাকে অনাহারে?
নাহার আসে বাহার নিয়ে রবি ওঠে হেসে
ওরা যেন আটকপালে আঁখি জলে ভাসে।
ওগো ধনী, দেশের রাজা তাকাও ওদের দিকে
ওরা যেন ঝরাফুল স্বপ্ন ওদের ফিকে।
নয়নের নীর দিয়ে জীবন রচিয়া  যায়
রাজা আসে রাজা যায় ওরা শুধু অসহায়।
আলোক আকাশ, মৃদু বাতাস সবার তরে সমান
শুধু মানুষ হয়েও মানুষের কাছে পায়না ওরা মান।
মানুষ যদি হতে চাও মানুষেরে ভালোবেসে
পূত প্রাণ পৃথ্বির বুকে উঠবে তবে হেসে।
পৃথিবীতে ভরে যাবে স্বর্গ সুখের আলো
মুছে যাবে গ্লানি যত, শত আঁধার কালো।
রচনাকাল ঃ ০৯ / ০৯ /২০২২ ইং