ওহে জামানার যুবক বলি শোন
করিওনা বিবেকের বলিদান কখনও যেন।
তবে পানে চেয়ে আছে আগামীর কতজন
দেখাবে সুপথ করিবে সৃজন নবধারা গুণিছে দিনক্ষণ।
আঁধারে যেন হারিয়ে না যায় তব দীপ্ত আলো
রাঙাতে হবে এ ভুবন ঘোচাতে হবে আঁধার কালো।
অখ্যাত লোকের বিখ্যাত হতে চাওয়া নহে
কর অনুভব বিশাল সমীরণ স্রোত বহে।