ক্ষুধায় যাদের জোটেনা আহার
পরনে নেই পোশাকের বাহার।
ফেলে দেওয়া খাবার খায় তুলে
ওরা মানুষ আমরা গেছি ভুলে।
যারা হরদম হা ভাতে ঘুমায় ফুটপাতে
কখনো কি দেখেছ চেয়ে ওদের নয়ন প্রাতে?
ওরাও সৃষ্টি ঐ বিধাতার
পরিচয়হীনে দিতে হবে পরিচয়, দিতে হবে অধিকার।
যাদের নেইকো কোন আশা
ওরা কারো পায়না ভালবাসা।
দিবস নিশি অনিশ্চিত পথ চলে
পেটের ক্ষুধা মিটায় ওরা ফুটপাতের টিপকলে।
তোমার করুণার আশে যারা থাকে দাঁড়ায়ে
ও পাষাণ নিঠুর পাষাণ দুর দুর করে দিলি তাড়ায়ে।
শোন তবে সেদিন বেশিদিন দুরে নয়
ওরাই দাঁড়াবে রুখে অধিকার নিয়ে, নাহি করিবে ভয়।
রচনাকাল :১৫ আষাঢ় ১৪২৪নারায়ণগঞ্জ, ফতুল্লাসকাল:৯:৪৪ ঘটিকা।