বঙ্গবাসী নয় উদাসী
মৃত্যুকে করবে বরণ।
কেমনে ভাবিস অন্যায় করলেও
ধরবে তোদের চরণ?
ন্যায়ের পথে লড়বো  মোরা
ছিনিয়ে নেব অধিকার।
রক্ত চক্ষুর ধার ধারিনা
বিরোধী দল ও সরকার।
তোমাদের দ্বন্দ্বে আমরা কেন
বিলিয়ে দেব প্রাণ ?
সময় আছে নইলে পাছে
আমরা করব এর অবসান।
ভেবেছো কি এভাবে তোমরা
করবে অত্যাচার?
তবে মনে রেখ ।স্বপ্ন এবার,
ভেঙ্গে করব চুরমার।
অগনতন্ত্রের নাটেরগুরু
বাঁকাও কেন জোড়াভুরু?
আমরা জনগণ করব এবার
সাইক্লোন ঝড় শুরু।
আমরা নিরীহ বঙ্গবাসী
ভালবাসি সোনার এ দেশ।
চোখের সামনে মাতৃভূমিকে
হতে দেবনা আর শেষ।