হে বঙ্গভূমি কি দিয়েছো তুমি
এই বিংশ শতাব্দীতে এসে?
কিছুই দিতে পারোনি তো
শুধুই নিয়েছ প্রাণ হেসে।
তোমার মৃত্তিকা তলে
প্রতিদিন কতজন চলে যায়।
কেবলি তাদের আহাজারি আর
অত্যাচারিত জীবনের ছবি পড়ে রয়।
তাই প্রশ্নকরি তোমায়
হে বঙ্গভূমি কি দিয়েছ তুমি?
কিছুই দিতে পারনি
যদিও তুমি এই অভাদের
নিরীহ বঙ্গ জননী।
পেয়েছি কেবল কাঁটাতারে ঝোলানো
কিশোরী ফেলানীর লাশ।
আমি আনকোরা কবি দেখি ছবি
দেখি নিজের চোখে নিজেদের সব`নাশ।
তাই প্রশ্ন করি তোমায়
হে বঙ্গভূমি কি দিয়েছ তুমি
এই বিংশ শতাব্দীতে এসে?
কী পেলাম বল রক্ত দিয়ে
কী পেলাম ভালবেসে।
তবে হ্যাঁ, দিয়েছ তুমি দগ্ধ মানুষের আহাজারী
আর কিছু  রাজনৈতিক পঙ্গপাল।
তাই প্রশ্ন করি তোমায়
হে বঙ্গভূমি কী দিয়েছ তুমি
এই বিংশ শতাব্দীতে এসে?