আজ অনেক দিন পর
হঠাত্‍ কবি কলম ধরেছে
ভাবছে লিখবে একটা অবিনাশি কবিতা।
কিন্তু লিখতে বসে ভাবনায় ডুবে গেল,
কবি ভেবে পায়না কী নিয়ে লিখবে
তার সেই অবিনাশি কবিতা।
সে হতাশায় মূহ্যমান, দারিদ্রতার কষ্টিপাথরে
গড়া তার জীবন। রোগাক্রান্ত কবি।
কবিতা লিথতে হাতটা যেন কাঁপছে।
বুকটা হঠাত্‍ ধড়ফড় করে উঠল, নীল রংয়ের ডায়েরিতে আকাশী কলমটা রেখে কবি উঠতে
গিয়ে পড়ে গেল। আর উঠতে পারল না।
কেননা ততক্ষণে তার প্রাণ পাখিটা হাওয়ায় মিলিয়ে গেছে।
যাওয়ার সময় অস্পষ্ট স্বরে একটা শব্দ বলে গেল "আমার অবিনাশি কবিতা"।