বসন্ত লগণে কুসুম কাননে
চেয়েছিনু তব নয়ন পানে।
মেরেছিলে মোরে হায়
ও নয়নের মধুর বাণে।
তোমার ঐ এলোকেশে
প্রজাপতি ভালবেসে বসেছিল কিছুক্ষণ।
হেরি তাই আকুল আঁখি
চেয়েছিল অনুক্ষণ।
প্রজাপতির রংমাখা
তোমার ঐ পদ্ম তনুু।
বসন্ত লগণে একা একা গোপনে
তব রূপেরমোহে মজেছিনু।
হয়নিকো কোন কথা
শুধু দুজনে নয়নে নয়নে চেয়েছি।
দুর থেকে কত ছলে
তব রুপের মাধুরী দেখেছি।
ঐ মধুর ও লগণ আর কুসুম কানন
মম হৃদয়ে আজও ওঠে ভাসি।
মনে পড়ে হায় কুসুমিত কাননে
মায়াবী আননের লাজুক হাসি।
বয়েছিল মলয় জেগেছিল কিশলয়
বসন্ত এনেছিল প্রাণে প্রণয় জোয়ার।
মনের অজান্তে গোপনে গোপনে
খুলেছিল মম হৃদয়ের দ্বার।
প্রজাপতির মাতামাতি
দেখেছিনু ফুলে ফুলে।
মনের অজান্তে তব রুপের মোহে
আপনার চিত্ত উঠেছিল দুলে দুলে।
আজও তাই ভাবি  
বসন্তের ঐ ছবি।
নিশিদিন হায় অনুক্ষণ।
কোনদিন ভুলবোনা মধুর সেই লগণ।