তব নয়নে কেমনে এত জল ধরে
হেরি ঐ নয়ন বারি মম হৃদয় পোড়ে।
শোন হে সুনয়না দেবনা আর বেদনা
কাজল নয়ন করুন করে আর কেঁদনা।
কাঁদ যদি এমন করে বুকটা মম হুহু করে
ও আঁখিজলে বাদলের ফুলদল ঝরে।
তব কোমল হৃদয়ে সহেনা কোন কথা
তাই বলে কী নয়নে জলে ঝরাবে সে ব্যথা।
অমন করুন নয়ন দেখি নাই আঁখি মেলে
মায়াবী নয়নের লোনাজল তাই বেদনার কথা বলে।
তোমার ভ্রমরকালো নয়নে এতো কিসের আলো
সেই আলোতে নয়ন মেলে মনটা জুড়ালো।
মেঘকালো চুলে ওঠে গো দুলে দুলে কত রঙীন স্বপন
কত ছলনায় হাজারো বেদনায় চুপেচুপে দেখি মায়াবী লোচন।
অজানারে জানাইলে তুমি এ দীনহীনে ভালবেসে
দিলাম কথা দেবনা ব্যথা প্রাণ দিয়েও মান রাখব শেষে।
তবুও প্রিয় এতো আঁখিজল ফেলনা তুমি আর
তোমার তরে রেখেছি খুলে হৃদয়ের সব দ্বার।
ক্ষমো মোরে ক্ষমো প্রিয় ভুলে সব বেদনা
চটুল নয়না করুন হয়ে আর তুমি কেঁদনা।
বেদনা ভুলিতে প্রণয় জোয়ার তুলিতে
এসো গাই গান
গানে গানে ভুলে যাই সব প্রাণের নিবিড় অভিমান।