সুদ যদি খায় বড়লোকে
কেউ বলেনা কিছু তাকে।
গরীব,চাষা খেলে পড়ে
তাহার সাথে সবাই লড়ে।
দুনিয়াময় চলছে কেবল বড়োলাটের বাহাদুরি
কেউ শোনোনা কেউ বোঝেনা গরীব দুখীর আহাজারি।
যত দেখি অট্টালিকা রাজার তরে রাজ প্রাসাদ
গরীব ছাড়া হয়না কিছু সব খানেতে গরীবের হাত।
গরীব,ইতর, ছোটলোক বলে দিচ্ছে যারা গালি
আসল কথা বলি যদি তহবিল ওদের হবে খালি।
চিরজীবনব্যাপী  থাকবি কি তুই মহা বড়লোক
এমন কথা ভাবে যে জন সেই তো ছোটলোক?
ধনের ধনী ধরার বুকে আছে হাজার, কোটি জন
মনের ধনী যে জন রে ভাই খুঁজে তারে মোর মন।
জাত বেজাতের ধার ধারিনা মানিনা বংশ,কুল
এই ধরণী মায়া কানন মানুষ হেথা মায়াবী ফুল।


রচনাকাল  : ১৪ জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ
গাজীনগর,পাথারিয়া,দক্ষিণ সুনামগঞ্জ। রাত: ৮:০০ ঘটিকা।