কে ভাবিছো কবি এতো সুন্দর তব মন
এখনও প্রতিক্ষায় থাকি আসবে কখন মধুক্ষণ।
বিশাল অট্টালিকা মাঝে বিশাল সব মানুষের বাস
দিবস রাতি দ্বন্দ্বে মেতে করিছে নগরের নাশ।
হে কবি তব কথা প্রাণে আজি জাগে
কে ভাবে কারে লয়ে স্বদেশ প্রেম ওতো ঘৃণা লাগে।
মিছেমিছি চেঁচামিচি করিছে যারা মহানগর লয়ে
তাদের এহেন ভালবাসায় আমরা থাকি সদা ভয়ে।
কে করিবে নগরের আবর্জনা সাফ
দূর্নীতি আর কালো টাকায় বাড়ায় ওরা আপনার পাপ।
শত ক্ষত লয়ে বুকে নগরবাসী মরি ধুকে
সাত তলাতে বাস করিয়া আসবেকি তারা প্রজার দুখে?
দীনহীন যারা তাদের জীবন সারা
আবর্জনার স্তুপে যাদের বাস ওরাই মানে গণতন্ত্রের ধারা।
হায়রে আমার স্বাধীন স্বদেশের রাজধানী
তুমি একি বিশ্বালয়ে রচিলে জ্যাম আর আবর্জনার অমর কাহিনী!
আর তোমার যারা প্রভু
তোমায় নিয়ে ভাবে কী তারা কভু?
নাকি শিশু গণতন্ত্রকে বানায় পথের ভিক্ষু?


রচনাকাল :৮ আশ্বিন ১৪২৩ বঙাব্দ
দত্ত গ্রাম মাধ্যমিক বিদ্যালয়।
কবি সমরেশ এর কবিতা পড়ে লেখা এ কবিতা।