এসো হে স্বপ্ন সহচরী
সতত শোষণ রোধে গলাগলি ধরে মরি।
এসো হে স্বপ্ন সহচরী
এসো তুমি এলোকেশে কাল বৈশাখী ঝড়ের বেশে,
এসো ডুবায়ে দেই প্রহসনের তরী।
এসো গো এসেো স্বপ্ন সহচরী
নব রুপে বীরদর্পে সাজাই আবার ন্যায়ের স্বীয় তরী।
এসো এসো বাজায়ে সুরশৃঙ্গার
এসো স্বপ্ন সহচরী এসো করি মহাকালের মহা অঙ্গীকার।
এসো হে স্বপ্ন সহচরী
এসো বীরের বেশে উঁচু করি শির।
এসো হে মেদীনীর স্বপ্ন সহচরী
এসো আলো হাতে এসো প্রেমময় পৃথিবী গড়ি।
আজি চারিধারে হেরি কেবল নিবিড় তমসা
আয় রে মোর সহচরী আয় দিবি বেজায় ভরসা।
এসো গো সহচরী গড়িতে বীর জাতি
এসো আঁধার তাড়ায়ে এসো হাতে লয়ে বাতি।
এসো মোর স্বপ্ন সহচরী তুলে তরীর মস্ত মাতুল
তোমার তরে অবনী পরে হয়েছি মোরা বেজায় বাতুল।
এসো অগোছালো, ঘুম কাতুরে জাতি কে জাগাতে
যতক্ষণ আছে দেহে প্রাণ যেতে নাহি দেব
স্বীয় জাতি রে যেতে পশ্চাতে।
এসো হে স্বপ্ন সহচরী চেতনার কেতন হাতে
আর কতকাল ঘুরব মিছে পথে পথে?


রচনাকাল :১৯ আশ্বিন ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া বাজার,দিরাই,সুনামগঞ্জ।