প্রথম তোমারে জানাই স্বাগতম
শোন ওহে মোর প্রিয়তম।
তোমার গর্ভে আগত সন্তান লয়ে
করেছো অমূল্য বিদ্যার্জন।
নশ্বর বিশ্বালয়ে ভরে গেছে মোর মন।
তোমার এ অর্জনে বর্জন হোক নিন্দুকের কথার ঝুলি
তুমি উত্তম
শোন হে প্রিয়তম।
আরও  বেজায় বিনয়ী হও
তোমার প্রবল বিনয়ে অসুর বধ করে লও।
কেন ভুলে যাও তোমারে হিংসে যারা
তোমার এহেন বিনয়ে পলে পলে মরে তারা।
তুমি অতি উত্তম
শোন হে মোর প্রিয়তম।
বিনয়ী হও উত্তম হও নিজেকে  ছাড়ায়ে যাও।
বিশ্ব মাঝে নিঃস্ব হয়ে আপনারে বিলায়ে দাও।
কূজন তোমার সূজন হবে মনে রেখ ধীরে ধীরে
মানবতার অমর মুকুট পড়াব তোমার শিরে।
তুমি নিরন্তর অন্তর মাঝে পুষিবে মানবতা
হিংসুক যে জন হিংসা ভুলে শোনাবে বিনয় গাঁথা
করুণ সুরে উত্তম অর্জনের কথায় হলো অশ্রুপাত
সতত তোমায় পরাণ খুলে করি  আর্শীবাদ।


পটভূমি : আমার সহধর্মিনী মাস্টার্স এ বোটানি থেকে প্রথম শ্রেণী পাওয়ায় খুবই আনন্দিত। এ রেজাল্ট আমার কাছে অন্যরকম গুরুত্ব বহন করে।কারণ সে সাত মাসের গর্ভবতী হয়েও যথেষ্ট পরিশ্রম করেছে এবং আল্লাহ তাকে সে সম্মান দিয়েছেন। আপনাদের কাছে আমি আমার গর্ভবতী স্ত্রী, সন্তানের জন্য দোয়া চাইছি।


রচনাকাল :২৬ আশ্বিন ১৪২৩ বঙাব্দ
রানীগঞ্জ, জগন্নাথ পুর,সুনামগঞ্জ।
রাত:১০:৪৫ ঘটিকা।