আমার অশ্রু ভরা নয়ন পানে
চাইলেনা হায় অভিমানে।
আমিতো বন্ধু তোমারি স্মরণে
অশ্রু বিলায়ে যাই তোমার পদ্ম চরণে।
যদি তুমি হায় কও কথা ভুলে অভিমান
আমিও গো যাই ভুলে তোমারও ব্যথার দান।
আমি নীরবে রচিব, নীরবে পুজিব তোমারে
নাহি যাতনা,নাহি বেদনা যতো ব্যথা দাও মোরে।
এসেছিনু করিতে দান প্রবল প্রীতি
বিনিময়ে পেলাম শুধু বিরহ গীতি।
আমি তাই বিরহ গীতি গেয়ে যাই
সেখানেও রও তুমি ভুলিতে নাহি পাই।
তোমারে স্মরিয়া অভিমানি ও প্রিয়া
বিরহে কাতর  এ হিয়া কত,কবিতা গান যায় গো রচিয়া।
ভুলিতে চাহে হিয়া,
কেন জানি তবু প্রাণের বুলবুল ওঠে গাহিয়া
তোমার ঐ মধুমাখা নামটি ধরিয়া।
শোন হে অভিমানী প্রিয়া।



রচনাকাল :৮ কার্তিক ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া বাজার,দিরাই,সুনামগঞ্জ
রাত:৮:ঘটিকা।