আমি মহাকালের মহারথী
তোমারে পেতে আসন পেতেছি
সুন্দর এ বসুধা বক্ষে,
আমি দিবারাত্রি ছুটে বেড়াই
কেবলি তোমা লক্ষে।
আমি বড়ই দুরন্ত, নিত্য চঞ্চল
তোমাতে হতে চাই বিলিন,
পেতে চাহি গো তব অঞ্চল।
হৃদয়ে হয়েছে উদয় প্রণয় জোয়ার,
ওগো খুলে দাও, খুলে দাও
তোমারও আর্শীবাদের দুয়ার।
আমারে করুনা করে
মম অন্তরে  করে হে করুনা দান।
চিত্ত আমার নিত্য তোমারি গাহে গান।
আমি মহারথী,আমি মহাভৃত্য
তব সত্য সতত গাহিবার চাই।
আমি পাপাসনে বসে হয়েছি সবহারা
আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই।  
আমি নন্দনকানন নাহি চাই
চাহি গো তোমার অমর আরশ ছায়া
আমি ভিক্ষু, আমি দীনহীন
দেখিবার চাহি অদেখা তব কায়া।



রচনাকাল :১০ অগ্রহায়ণ ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া,দিরাই,সুনামগঞ্জ।