চিত্য নিত্য চিতা খোঁজে
কেহ নাহি বেদনা বোঝে
কেন মন মোর অনলে পুড়িতে চায়?
নিজ দেশে পরবাস আছি হায় বারোমাস
আমার আজন্ম স্বাধীনতা কে তুলেছে শিকায়?
কে দেবে বল আমার এহেন প্রশ্নের জবাব
আধুনিক হিংসুক রাজা রানী নাকি সমাজ পতি
নাকি পলাশীর প্রান্তরে নিহত নিরীহ নবাব?
হে স্বাধীনতা জবাব দাও
তুমি কি পুঁজিবাদের প্রবল পুজক?
নাকি মেদীনি পরে নিরীহ প্রজার নরক?
আমার চিত্য আজি বড়ই চঞ্চল
দাও স্বাধীনতা জবাব দাও।
নাহলে গরীব প্রজার পানে
নিঠুর কালো অভিশাপ দাও?
হে স্বাধীনতা মায়ের পেটে ঘুমন্ত
আগত আত্মার হন্তারক তুমি।
তবে কি স্বাধীনতা মানে
আপন আলয়ে অনলে পোড়া বুকের জমি?



রচনাকাল :১৪ অগ্রহায়ণ ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া,দিরাই,সুনামগঞ্জ।
রাত:১১:০০ ঘটিকা।