প্রণয় জোয়ারে ভাসায়ে ভেলা
খেলা কর হে বেলা অবেলা।
আপনারে জাগাও আপন মনে
কর হে বিরাজ এ নিখিল ভুবনে।
সখা আর সখী নহে  মিলে
আয় করে যা সবে খেলা নভোতলে।
নভোনীলে চলে চাঁদ তারার মেলা
গগন তলে জাগাও জোয়ার কর অবাক অমর প্রেমের খেলা।
মানবতার মুকুট পড়ে মনের মুকুরে দেখ প্রিয়ের হাসি
আপনার চারিধারে কাঁদে বঞ্চিত পথবাসী।
নাহি যার শীতে চাদর
পায়না যারা একটু আদর।
যাও গো তাদের কাছে
পূণ্য প্রেমের অমর অমৃত হেথা লুকানো আছে।
বলনা হে ব্যবধান ভুলে একটুখানি কথা
জাগবে জোয়ার হদয়ে
তোমার
ভুলে যাবে যত যাতনা,শত ব্যথা।
ব্যথার ব্যথী হয়রে যে জন সেই তো খাঁটি প্রেমিক
মানুষ তারে বলি। যে ব্যবধান নাহি করে আমির,ফকির,শ্রমিক।
যারা চির বঞ্চিত কিঞ্চিত ভালবাসা পেলে
আজীবনের না পাওয়ার জ্বালা এক নিমিষে যায় ভুলে।
মানবতা মানবতা নিত্য সবে গাও
আপনারে ভুলে পরের তরে
অমৃত খুঁজে লও।



রচনাকাল :১৬ অগ্রহায়ণ ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া,দিরাই,সুনামগঞ্জ।
রাত:৮:৪৫ ঘটিকা।