আমার ঘরে এলে তুমি
(রনি ই রানী)



আমার ঘরে এলে তুমি
আলোক বর্তিকা হাতে।
পলে পলে অপার পুলকের
বারি ঝরে মোর নয়ন প্রাতে।
অনেক পরে আমার ঘরে
জ্বাললে আবার আলোক রেখা।
মোর বদনে কত নিশি পরে
পেলে প্রিয় সুখের দেখা।
ওগো মোর তন্বী নয়না
তোমারে হেরিয়া হায়।
মনের বনে ফুটল ফুলদল
পরাণ পাপিয়া বিরহ ভুলি
প্রণয়ের গান গায়।
দুর গাঁয়ে আমি ছিলেম একা
কাটিতনা গো দিবস নিশি।
আমার আঁধারে এলে প্রিয়
জ্বাললে হেথা আলোর পশি।
তুমি এলে তাই টুটে গেছে
আমার দুখের দিনগুলি।
অনেক পরে মনের কাননে
ফুুটল সখী ফুলগুলি।
তুমি এলে যবে আমার ঘরে
পুলকিত হল মোর প্রাণ।
অজান্তে গাহে মধুর তানে
আমার আকুল এ প্রাণ।
প্রাণের আকুতি শোন গো আরতি
যেওনা সখী মোরে ভুলে।
কে আছে আর আপন আমার
তুমি বিহনে এ নভোতলে।
মনের গহনে দুখের দহনে
যতই আমি পুড়ে যাই।
তোমার বদনে হেরিলে প্রিয়
অপার পুলক পাই।
তোমার কোলে এসেছে দেখ
গগন দেশের  ঐ শশী।
টুটে যায় মোর তিমির রাতি
হেরিয়া নিষ্পাপ মুখের হাসি।
তোমার সাথে এসেছে আবার
তব আপনের আপন জননী।
অজান্তে কে রাঙায়ে দিল
আমার দুখের এ ধরণী।
দিনের শেষে মলিন বেশে
ফিরে আসি যখন আপন ঘরে।
আপনার স্বজন হেরিয়া প্রিয়
শান্তি লাগে আমার অন্তরে।
আকুল আঁখির আরতি প্রিয়
ভেঙনা মোর পুলকিত প্রাণ।
সুখে দুখে ধরার বুকে
এসো গাই অমর মধুর গান।



রচনাকাল :২২ পৌষ ১৪২৩ বঙাব্দ
সকাল:৭:০০ ঘটিকা।