শাসন করিব এ মহাবিশ্ব
রনি ই রানী


আমরাও সিংহাসনে আসন করিব,
শাসন করিব এ মহাবিশ্ব।
চিরতরে যাব ভুলে আজিকার এ  নভোতলে
আমরা ছিলাম সর্বহারা, সর্ব নিঃস্ব।
হরণ করিব পুঁঞ্জিভূত পুঁজি
সৃজন করিব নবধারা।
মসনদে বসি দিবস নিশি
সাজিব মুনিব, ছিলাম ভৃত্য যারা।
শৌর্য, বীর্যে  আসিব গর্জে
ছিনিয়ে নেব অধরা বৈদূর্য।
আর সইবনা নীরব ত্রসন
আমরা তুলিব এবার রণতূর্য।


রচনাকাল :৮ মাঘ ১৪২৩ বঙাব্দ
পাথারিয়া বাজার,দিরাই,সুনামগঞ্জ।