সাজব মহারাজ
রনি ই রানী


ছিড়ে ফেল হেঁচকা টানে লোহার শিকল
ভেঙে ফেল লাথি মেরে কারার আগল।
আয় রে করি অমর সমর অবনী পরে
আর কতকাল কাঁদব বসে পথের ধারে?
আয় শিকল ছেড়ার আগল ভাঙার আহবানে
আয় মরবনা আর তিক্ত কথার বিষের বাণে।
আয় বিশ্ব মাঝে বাজাই আবার রণ ডঙ্কা
আয় সিংহাসনে আসন পেতে ছুঁড়ে ফেলি অসার শঙ্কা।
আয় খড়গ হাতে ভূস্বর্গ কাঁপাই থরোথরো
আয় ত্রাস করিব গ্রাস, ত্রসনে নাহি হব মরোমরো।
আয় সব হারানোর শোকের মাতম বুকে নিয়ে আজ
প্রজার বেশে থাকবনা আর, সিংহাসনে আসন পেতে সাজব মহারাজ।
আয় রে তোরা বাইরে সবে থাকিসনা আর ঘরে
দাসের জীবন গ্রাস করবি কি লোহার শিকল পড়ে?
দাসের বেশে সোনার দেশে থাকবি যতকাল
পুঁজিপতি করবে ক্ষতি দিবে গালাগাল।
খঞ্জর নয় পিঞ্জর ভাঙতে
হিম্মত কর হে সঞ্চয়।
জাগিয়া ওঠো সমস্বরে
দেশে ছাড়ায়ে সারা বিশ্বময়।
পুঁজিবাদের কোমড় ভাঙতে
সাম্যবাদের সমর চাই।
হরদম গাহি সাম্যের গান
সাম্য ছাড়া ধরার বুকে ভিন্ন কিছু নাই।



রচনাকাল :৫ ফাল্গুন ১৪২৩ বঙাব্দ
দিরাই,সুনামগঞ্জ।