নাহার এলো বাহার নিয়ে
তিমির গেল টুটে।
রবির আলোয় শ্যামল শোভা
উঠল আবার ফুটে।
নিশির শিশির দূর্বাদলে
খিলখিলিয়ে হাসে।
মাঠে মাঠে সোনা ধানের
সোনালী রূপ ভাসে।
গাঁয়ের চাষির মুখে হাসি
যেন ব্যস্ত সারাদিন।
ভারা ভারা সোনা ধানে
মন যে তাই রঙিন।
উঠবে ঘরে সোনালী ধান
হবে শীতের পিঠাপুলি।
সোনার দেশের সরল মানুষ
কাটবে আগামীর দিনগুলি।
ঘাসফড়িং মাঠে মাঠে
আমন ধানে নাচে।
দোয়া মাগি সবাই যেন
স্বর্গ সুখে বাঁচে।
মুখে ফুটুক সবার হাসি
খেজুর রসের মতো।
দীনতা সবার যাক ঘুচে
মনটা হোক উন্নত।
ন্যায়ের নিশান দেখবে কৃষাণ
বাঁচবে তবে কৃষি।
কালো,ধলো ধনী- গরিব
এই স্বপ্ন দিবস নিশি।


রচনাকাল ঃ ১৯/১১/২০২১ রংপুর।