কলম নিয়ে খেলে যায় শত  শিক্ষিত হারামজাদা
পৃথিবীর পথে পড়ে রয় কত সুশিক্ষিত শাহজাদা।
কলমের খোঁচায়,খাঁচায় বন্দী নিরীহ সহস্র প্রাণ
দিবস নিশি কাতর কন্ঠে চায় এসবের অবসান।
মিয়ানমারের জান্তা হায়েনা হেনেছে পাষাণ বাণ
রক্ত ঝরেছে,মরেছে চীনের উইঘুর মুসলমান।
মুসলিম জাহানের কেবলা জুড়ে এলোপাতাড়ি গুলি
এসব দেখেও নীরব কেন জাতি সংঘ নামের থলি?
কামান গুলিতে নিহত হয়েছে শত সহস্র তাজা প্রাণ
শিক্ষিত সব হারামজাদা দীক্ষিত বেইমান।
রুখে দাঁড়াও পৃথিবী জুড়ে অবিধির শোষণ হতে
মানুষ হয়ে মানুষ মারে তবু হারামজাদারা মসনদে।
ওদের হতে পৃথিবী বাঁচাতে সাম্যের সমর চাই
শান্তি প্রিয় মানুষ জাগো হারামজাদার ঠাঁই নাই।
রচনা : ০৭/০৫/২০২৩ ইং