উষার গাঙে নাহিয়া রবি উদিল গগনে
মৌমাছি নাচি নাচি ছুটিল ফুল বনে।
কায় মনে খেলা করে সকালের রবি
চারিধারে জাগিল আজ শ্যামলিমা ছবি।
ঘন বনে ঘুঘু ডাকে সবুজ পাতার ফাঁকে
পানকৌড়ি ধরে মাছ গাঙের বাঁকে বাঁকে।
পাখির ঝাঁক দেয় হাঁক করে কত খেলা
অনুভবে এভাবে কেটে যায় বেলা।
চারিধারে এলো নাহার সাথে এলো বাহার
ফুল,পাখি জুড়ায় আঁখি পুলক সমাহার।


রচনাকাল :৫ ভাদ্র ১৪২৪ বঙাব্দ