এই কবিতার উপাদান  আমার স্বচক্ষে  পরিলক্ষিত । মায়ের প্রতি ছেলের উপেক্ষা, উদাসীনতা বড় চিন্তায় বিষয় । এই কবিতায় আত্মজ (বিশেষ্য ) বলতে ছেলে বোঝান হয়েছে । প্রথম স্তবকে ( অষ্টক ) মায়ের প্রতিবেদন  তুলে ধরেছি ও ষটকে মায়ের মনের কথা তুলে ধরেছি ।


আত্মজের  তীর ( সনেট নয় )
=======================


চোখের আড়াল হলে শূন্য হৃদ-মন,
হৃদয়ে নীভৃতে ঝড়ে নিশির শিশির ।
বিরহে তৃষিত শিলা  মায়ের জীবন;  
দিনের শেষে বিঁধে আত্মজের তীর !
জীবন মরুর বালি,ধিক ধিক জ্বলে,
মনে হয় পথে নেই নুড়ি বালি কাদা !
হৃদয় শঙ্কর তুল্য,মা বোঝে না ধাঁধা ;
আরাধ্যের ভালবাসা,পড়ে মোম গলে ।


কদম্ব তলে তে করি তোমারি মন্থন,
তবু কেন দাও প্রভু কালিমা প্রগাঢ়  ?
সবুজ মাটির শস্যে দেয়নি গো স্তন ;
শ্বেত দুগ্ধে পুড়া মনে করে অবিচার ।
তোমারে মিনতি করি দাও হে জীবন ,
বেঁচে থাক সোনা মণি ,হব তরী পার ।


বাবুল আচার্যী   28/09/2017