আয়রে আজ একসাথে সবাই বসন্তের গান গাহিরে;
তন্দ্রা জড়ানো শীত ঘুম ছেড়ে বাহিরে আজ চাহিরে ।
চোখ দুটো খুলে ধরনী সাজে নববধূর সাজ- সজ্জায় ;
কামরাঙা শরীরে জামদানি শাড়ি পড়ে, চাহে লজ্জায় ।
পাতায় পাতায়,কানায় কানায় ধরণী উঠেছে শোভিয়া;
কণকবরনী সাজে মুকুলিত মুখ উঠেছে সব রাঙিয়া ।
বৃক্ষের ডালে মেহগনি গন্ধে ফুলেরা খেলিছে মাতিয়া;
শিশুরা খেলিবে কিছু দিন পড়ে আগমনী গান গাহিয়া ।
আজ একসাথে সবাই পূরবীর পানে রঙ গুলো চাহিরে,
ফুলে ফুলে দলে মনে মনে মিলে জীবনের সুর বাঁধি রে।


বাবুল আচার্যী   14/02/2017