তোমার ছোঁয়া পাইনি শরীরে ,আছ হিয়ায় পরশে তুমি;
অন্তর হতে ঢেউ তুলে মুখে ফেল তুমি , তুমি অন্তর্ভূমি।
মায়ের মুখে অ আ ক খ যখন বলি,
বোধয় মায়ের সাথে করি গলাগলি;
তোমার ত্বরে বইছে জলধারা রসনার তুমি অমৃত ভূমি  ।


অন্তর ভূমি আছে রুধিরের সাথে, মিশে বঙ্গের হিয়ায়,
তোমার অক্ষর অঙ্কিত করেছে কতো রক্ত রাঙা গায়।
জীবন মরুতে তুমি শীতল স্পর্শ,
দূরে প্রবাসীর মুখে শুনে হই হর্ষ;
টেনে আনে প্রাঙ্গণে মনের বাগানে একি ছত্র-ছায়ায়।


বাবুল আচার্যী    24/02/2017