সসীম মানুষের অসীম আশা
গ্রাস করেছে তাই, না পাওয়ার হতাশা।
চাই চাই আরো চাই
যে চাওয়ার নেই কোন অন্ত
সুখের নেশায় হৃদয় মননে শুধুই অশান্ত।


আশা-প্রত্যাশায় নেই আদি, নেই কোন অন্ত
ছুটছে যারা- অলীক তাদের
আশা
সসীম মানুষের অসীম কেন প্রত্যাশা?


জীবনের ছন্দ হয়ে যাবে বন্ধ
যদি চাওয়ার সাথে পাওয়ার থাকে দ্বন্দ্ব ।
মাঝি চাই  তরীর-নোঙর তীরে
নীরহারা পাখি চাই ফিরতে আপন নীরে ।


জানে না কেউ -কিসে আসে পূর্ণতা
ঘুঘু মরুভূমির ন্যায় হাহাকার জীবন, শুধুই শূন্যতা।
কিসের নেশায় ছুটছে মানুষ
জীবনের,ছন্দ ছেড়ে হচ্ছে বেহুঁশ ।


হয় যদি লাখপতি-
হতে চায় রাজ্যের অধিপতি।
এ যেন এক ক্লান্তিহীন প্রতিযোগিতা
ক্ষুদ্র অপূর্ণতায় যেন পূরো জীবন বৃথা।


তিলটি পেলে তালটির আশা
প্রাপ্তিতে মিলে না প্রত্যাশা।
ছুটছ কেন অজ্ঞাত পথে ?
ক্ষণজীবী তুমি জীবন রথে।