দাউ দাউ বহ্নি শিখা
জ্বলছে বাড়ি জ্বলছে ভিটা।
বোমা আর আধুনিক অস্ত্র দ্বারা
রক্তাক্ত আজ শিশু আর বৃদ্ধ যারা।


কাশ্মীর কেন ফুঁসছে ক্ষোভে
বোরহান ওয়ানির কথা ভেবে ?
স্বাধীনতাচেতা কাশ্মীরবাসী নিজ ভূমিতে কেন তারা পরনিবাসী?
শিশুর রক্তে রক্তিম কেন এই ভূস্বর্গ?
অনবদ্য আর্তস্বরে কম্পিত কেন আজ প্রাকৃতিক নিসর্গ?

মুমূর্ষু্ কেন আজ মনুষ্য আবেগ?
জেগে ওঠ বিশ্ব বিবেক।


সমর নেশায় মত্ত যারা,
রক্ত পিপাসু রাক্ষুসেরা,
হতে তোরা বিশ্ব সেরা।
সমুদ্রতটে ভাসমান আজ আইলানের মত নিষ্পাপ শিশু যাঁরা।


প্রকৃতিও ভয়ে শিউরে ওঠে
ওমরানের ক্ষতবিক্ষত- রক্তাক্ত কায়ারতটে।
নির্ঝর নির্মম তাঁর উষ্ণ নিশ্বাস
অনুরণিত করেছে বিশ্ব বিশ্বাস।


ইরাক,সিরিয়া,লিবিয়া আর যম্মুকাশ্মীর
সৌন্দর্যের আধার যেন মিশরের নীলনদের তীর।
আজ যুদ্ধবিধ্বস্ত  সবিস্তার
চারিদিকে শুধু যুদ্ধবাজদের হুংকার।
তাদের  অগ্নি চোখের বহ্নি শিখা
ছারখার করে দিচ্ছে যত ধর্ম দীক্ষা।


অস্ত্রপ্রসারে আজ  মগ্ন বিশ্ব
যা প্রয়োগের অমানবিক দৃশ্য,
আজ বিদ্যমান মধ্যপ্রাচ্যের     সর্বস্ব।
তাই আতংকিত
ওমরান,আইলানেরা প্রতিনিয়ত
হচ্ছে নিঃস্ব।


তারাও মানুষ  তাদের রক্ত কণিকাও একই উপাদান,
আছ যত হিন্দু,বুদ্ধ-খ্রিস্টান
তোমরা শ্রষ্টার সৃষ্টির সেরা আদম সন্তান
তবে কেন আক্রান্ত হবে শুধু মুসলিম আর তাদের অবুঝ সন্তান?


তাই বন্ধ করে ঝগড়া-বিবেদ
জেগে ওঠো বিশ্ব বিবেক।