প্রিয়তাকে


              বাবুল মিয়া ইমন


সকালের স্নিগ্ধতা-
শিশিরের শুভ্রতা--
রাত্তিরের নীরবতা--
সারা দিনের ব্যস্ততা--
সবই তোমার জন্যে; যে হবে মোর প্রিয়তা।


বাঁশ ঝাড়ে জোনাকির আলো
আধার রাতের তারার পশরা
মেঘলা আকাশে রংধনুর
ঝলকানি
কাব্য লিখনে কবির যত মৌনতা
সবই তোমার জন্যে; যে হবে মোর প্রিয়তা।


শ্রাবণের বারিধারা --
ফাল্গুনি সন্ধ্যা তারা---
পার্বতীপুরে ঝর্নাধারা----
মনপবনে বেগবান ঝড়ে তোমায় নিয়ে আছে যত জড়তা --
সবই তোমার জন্যে; যে হবে মোর প্রিয়তা।