আমার একটা বন্ধু আছে
বানু বলে ডাকি,
বন্ধু তোমায় খুব যতনে
আগলে যেন রাখি।

বাঁকা দুটি দাঁতে তোমার
জোসনা রাতের হাসি,
এই হাসিটা আমি বন্ধু
প্রচুর ভালোবাসি।

কথা তোমার মধুর যেন
ময়না পাখির মত,
অবাক হয়ে শুনি আমি
তোমার কথা যত।

কাজল মাখা ঐ চোখেতে
দেখি অনেক মায়া,
ঐ মায়ার ডোরে আমায়
করে রেখ ছায়া।

        লেখা: ১১/০৪/২০২২ খ্রি.।