মিনি আমার বিড়ালছানা
পরিপাটি থাকে,
সারাদিনে মিনি আমায়
পাগল করে রাখে।

মাছের কাটা, মাংসের হাড্ডি
খায় যে হেসে হেসে,
আমি তাকে আদর করি
অনেক ভালোবেসে।

# রচনাকাল- ০৪/১১/২০২২ খ্রি.।