একুশ মানে বাঙ্গালিদের
মিষ্টি মধুর ভাষা,
একুশ মানে মনের ভেতর
শতশত আশা।

একুশ মানে রক্তে লেখা
বাংলা স্বরলিপি,
একুশ মানে শিল্পি আঁকে
হরেক রঙের ছবি।

একুশ মানে রক্তে গড়া
মহান মাতৃভাষা,
একুশ মানে মায়ের ভাষায়
মিটে মনের আশা।

একুশ মানে ৮ই ফাল্গুন
রঙিন রঙে রাঙা,
একুশ মানে অন্যায় যত
দুমড়ে মুচড়ে ভাঙা।

#রচনাকাল- ১৪.০২.২০২২ খ্রি.।